আমি এখানে আমার কাজের পাশাপাশি একটা কোম্পানীতে ৮ ঘন্টার চাকুরী নিয়েছিলাম - ᑕᖇᎥ丅Ꭵᑕ
Welcome To Critic
Loading...

Tuesday, October 25, 2022

আমি এখানে আমার কাজের পাশাপাশি একটা কোম্পানীতে ৮ ঘন্টার চাকুরী নিয়েছিলাম

 

আমি এখানে আমার কাজের পাশাপাশি একটা কোম্পানীতে ৮ ঘন্টার চাকুরী নিয়েছিলাম । আমাকে সাবস্টোরে দেয়া হইছিলো । তাতে আমাকে কেমিক্যাল টাচ করতে হইতো । আর কেমিক্যাল আমার সহ্য হয় না ! ডিউটি আমার হাফ অফিসিয়াল ছিলো ।

তাতে আমার কাপড়ে কেমিক্যাল ও ডাইস লাগতো ! খুব ঝামেলা গেছে ২ মাস !
এই দুই মাসে আমাকে ম্যানেজার যথেষ্ট পছন্দ করেছিলেন ।
বলি ,
মাত্র ২ মাসে একজন পুরাতন লোক (প্রায় ১২ বছর থেকে এখানে কাজ করে) আমার নামে অনেক ক্লেইম করে আমার অগোচরে ।
এটা করছে তার কারণ আছে । বলছি ...।
তো ম্যানেজার আমার বিরুদ্ধে করা ক্লেইমগুলো বিশ্বাসই করে নাই । সে আমাকে ফোন করে তার সামনেই সেগুলা আমার কাছে জানতে চাইলো ।
আমি বুঝতে পারলাম যে এগুলা আমার নামে সব মিথ্যাচার । আমি অস্বীকার করলাম । কমপ্লেইনকারীর মাথা নিচু হয়ে গেলো । সে ভাবে নাই ম্যানেজার এমন করবে !
ম্যানেজারের বাড়ী জামাল্পুর । আমাকে মাত্র ২ মাস ধরে চেনে ।
কারণটা বলি ,
ম্যানেজার আমাকে প্রোমোশোন দিবে এটা ছড়াছড়ি হইছিলো । এটা ওরা মানতে পারে নাই । কারন ওরা অনেক পুরাতন ।
ম্যানেজার তো আর এমনি হয় নাই । সে যোগ্যতার দাম বুঝে ।
যাক । একজন ছিলো যে এমবিএ কমপ্লিট করে পদটা ছেড়েছে । অন্যত্র চাকরী নিয়েছে । ৬৫ হাজার টাকা স্যালারীতে ! এখানে তার বেতন ছিলো ১৭ হাজার টাকা ।
মূলত তার পদটাই আমি পেয়েছি ।
বুঝলাম মানুষ কত চক্রান্ত করতে পারে ।
আমি তো বোকা ছিলাম আগে । খুব বোকা ।
যাক । ৮-৫ টা ডিউটি করছি এখন । নিজের এলাকায় ফিরে আসারও চেষ্টা করছি ।
আগে যে আমার বস ছিলো এখন তার্ব কিছু কাজ করতে আমার পারমিশন লাগে !
নাহ । আমি কিন্তু সম্মান করি ।

Share with your friends

Add your opinion
Disqus comments
Alert!
Dear audience, Today, I stand before you to voice my concerns about a topic that affects us all. In a world that is increasingly driven by technology, it is imperative that we critically examine its impact on our lives and society. The rapid rise of technology has brought with it many conveniences and innovations, but it has also brought new challenges and problems. One of the major issues is the way technology has changed the way we interact with each other. Social media and instant messaging have made it easier to connect with others, but they have also led to a decline in face-to-face communication and increased feelings of loneliness and isolation.
Done